মানিকগঞ্জে আল্লাহর যিকর ও ‘ইলমে তাসাওউফের ১৭তম বিশ্ব ইজতিমা‘
বাংলাদেশের ঐতিহ্যবাহী তা’লিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে শরী‘আত, ত্বরীকত, হাকীকাত, হিকমাহ, বাই‘য়াত, আল্লাহর যিকর, সুন্নাতের পরীক্ষা, ‘ইলমে মা‘রিফাত ও ‘ইলমে তাসাওউফের ১৭তম বিশ্ব ইজতিমা‘ অনুষ্ঠিত হবে ।
তারিখ : ২৪, ২৫, ২৬ ডিসেম্বর ২০২৫ইং। বুধ, বৃহস্পতি ও শুক্রবার । ২৭ ডিসেম্বর শনিবার সকালে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ।
স্থান : পটল বিল, সিদ্দিক নগর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
বিশ্ব ইজতিমা‘ পরিচালনা ও আখেরী মুনাজাতে বিশেষ দু‘আ করবেন : যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক, পীরে কামিল ও মুকাম্মিল, কুতুবুল আলম, বিশিষ্ট হানাফী ফকীহ, শায়খুল হাদীস, আলহাজ্ব হযরত মাওলানা, আল্লামা ডক্টর মুহাম্মাদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী ছাহিব (দা.বা.) (হাফি), শায়খ ও পীর ছাহিব হুজুর, তা‘লিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ।
মহান আল্লাহ রব্বুল ‘আলামীনের সান্নিধ্য লাভ ও তার প্রিয় রসূলের (স.) সুন্নতের অনুসরণ নিজের জীবন, পরিবার, রাষ্ট্র, ও বিশ্বে বাস্তবায়নের উদ্দেশ্যে দল, মত, জাতি, ধর্ম ও রাজনীতি নির্বিশেষে আপনারা সকলেই আমন্ত্রিত।
আল – ‘আরিজ
আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ মিকদাদ ছিদ্দিকী (হাফি),
বি.এ. (অনার্স)এম. এ. ; এফ . এম. ; এম. ফিল.;
পিএইচডি গবেষক ; জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
প্রধান খলিফা ও পীর ছাহিবজাদা।
প্রয়োজনে : ড. ইঞ্জি. রিয়াজুল : ০১৭২৫১৯৯৭১৯, কাজী আব্দুর রহমান : ০১৭১২১৮৪২৯৩, মাসুদ : ০১৭৫১১১১১০০, মাওঃ রফিকুল ইসলাম : ০১৭১৮৮০৭৯৪০, সিরাজ : ০১৩১০৬৮২৬৪০, তুহিন : ০১৭১১৬০৮৪৭১, ইঞ্জি. আরিফ : ০১৭১০৭৭০১২০, লিখন : ০১৭২৩৫৫৭১৬৮, গাজী আবু তাহের : ০১৬১৯৫২৮৮৭৭।

